বাংলাদেশ, জেলার সংবাদ, অপরাধ, আইন ও কানুন

'হত্যা মামলায় পিতা ও পুত্রের কারাদণ্ড'

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৫ই অক্টোবর ২০১৯ ০৭:৫৩:৩৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুড়িগ্রামে একটি হত্যা মামলায় পুত্রের যাবজ্জীবন ও পিতার সাত বছরের কারাদণ্ড প্রদান করেছেন জেলা জজ আদালত।

মঙ্গলবার বিকেলে, জেলা ও দায়রা জজ মুন্সী রাফিউল আলম এ রায় ঘোষনা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট এসএম আব্রাহাম লিংকন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সুত্রে জানা যায়, ২০০০ সালের ৪ এপ্রিল রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের মনারকুটি গ্রামের আব্দুল হাই সরকারের পুত্র শাহ আলম-স্বপন (২২) এর সাথে পার্শ্ববর্তী উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের উত্তর দলদলিয়া গ্রামের পেয়ারুল ইসলামের পুত্র নুরনবী (২০)’র  পান ক্রয় করাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হলে নুরনবী ও তার পরিবারের কয়েকজন সদস্য শাহ আলম (স্বপন) কে মারপিট করা সহ পাঁজরে ছুড়িকাঘাত করে।

গুরুতর আহত অবস্থায় স্বপনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ওই দিন রাতে স্বপনের চাচা মকবুলার রহমান বাদি হয়ে রাজারহাট থানায় হত্যা মামলা করেন।

দীর্ঘ শুনানী শেষে মঙ্গলবার বিকালে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মুন্সী রাফিউল আলম দন্ড বিধির ৩০২ ধারায় আসামি নুরনবীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দশহাজার টাকা জরিমানা অনাদায়ে ৬মাসের সশ্রম কারাদণ্ড এবং তার পিতা পেয়ারুলকে দণ্ড বিধির ৩২৬ ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচহাজার টাকা জরিমানা অনাদায়ে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট এসএম আব্রাহাম লিংকন ও আসামী পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট ইয়াসিন আলী সরকার ও অ্যাডভোকেট এটিএম এরশাদুল হক।


আরও পড়ুন