রাজধানী, অন্যান্য খেলা

হাতিরঝিলে হাফ ম্যারাথনের তৃতীয় আসর

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শুক্রবার ২৮শে ফেব্রুয়ারি ২০২০ ০৯:০১:৫০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অনুষ্ঠিত হলো 'ঢাকা হাফ ম্যারাথন ২০২০'। শুক্রবার (২৮শে ফেব্রুয়ারি) সকালে, রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো এবারের আসর। সকাল ৬টায় দুটি ক্যাটাগরিতে শুরু হয় এবারের ম্যারাথন।

এবারের হাফ ম্যারাথন ক্যাটাগরিতে অংশগ্রহনকারীরা দৌড়ান ২১ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ পথ। এরপর অনুষ্ঠিত হয় রান ইভেন্ট। যার দৈর্ঘ্য ছিলো সাড়ে ৭ কিলোমিটার।

পূর্ব প্রস্তুতি ও পরিকল্পনা অনুসারে হাতিরঝিলে পুলিশ কনকর্ড প্লাজার সামনে থেকে ভোর ছয়টায় ম্যারাথন শুরু হয়। এই প্রতিযোগিতাটি হাফ ম্যারাথন এবং মিনি ম্যারাথন, এই দুই বিভাগের সমন্বয়ে অনুষ্ঠিত হয়। হাফ ম্যারাথনে অংশ নেওয়া প্রতিযোগীরা পুরো হাতিরঝিল তিনবার প্রদক্ষিণ করেছেন।

এবারের ম্যারাথনে অংশ নেন ৪৫ জন আন্তর্জাতিক রানার। বাংলাদেশ ছাড়াও ১৮টি দেশের অ্যাথলিট অংশ নেয় এখানে।

গতবারের তুলনায় এবার বেড়েছে অংশগ্রহণকারীর সংখ্যা। মোট দুই হাজার রানার অংশ নেয় আসরে। যেখানে নারী অ্যাথলিটের সংখ্যা ৩১৮ জন।  এ আয়োজনকে কেন্দ্র করে পুরো হাতিরঝিলে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। প্রতিযোগী ছাড়াও এই প্রতিযোগীতা উপভোগ করতে জড়ো হন হাজারও দর্শক।

গত দুই বছর ধরে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে ঢাকা হাফ ম্যারাথন। এবার অনুষ্ঠিত হলো তৃতীয় আসর।

আরও পড়ুন