মহানগরী

সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ড: দুই নারী শ্রমিকসহ নিহত ৩

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৮ই জুলাই ২০২১ ০৭:৩১:৩৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে দুই নারী শ্রমিকসহ তিন জন নিহত।

অগ্নিকাণ্ডে আহত হয়েছেন অন্তত ২৫ জন। এরমধ্যে ১০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাররায়নগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের রূপগঞ্জের কাঞ্চন, ডেমরা, আদমজী ঢাকা ও নারায়ণগঞ্জ স্টেশন থেকে ১১টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। পরে আগুন নিয়ন্ত্রণে তাদের সঙ্গে যোগ দেয় আরও ৬টি ইউনিট।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর ভবন থেকে লাফ দিয়ে নিচে পড়েন দুই নারী শ্রমিক। তাদের উদ্ধার করে ইউএস বাংলা মেডিক্যালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

অগ্নিকাণ্ডের কারণে অনেক শ্রমিক কারখানার ভেতরে আটকা পড়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী কর্মীরা। তবে, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।

আগুন লাগা হাসেম ফুডের ওই কারখানার পাশেই রয়েছে অক্সিজেন প্রস্তুতকারী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশের কারখানা।

আরও পড়ুন