আন্তর্জাতিক, ইউরোপ

হেগে সু চি, অংশ নেবেন শুনানিতে

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ৯ই ডিসেম্বর ২০১৯ ০৯:২৪:০১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানিতে অংশ নিতে নেদারল্যান্ডসের হেগে পৌঁছেছেন দেশটির শীর্ষ নেত্রী অং সান সু-চি।

অন্যদিকে, মামলার শুনানি পর্যবেক্ষণে বাংলাদেশ থেকে ২০ জনের একটি প্রতিনিধিদল যাচ্ছে। প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ শহীদুল হক।  মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মূলত শুনানি পর্যবেক্ষণেই হেগ যাচ্ছে প্রতিনিধি দল।

এর আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে বৈঠক করেন সুচি।  বৈঠকে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করায় চীনের প্রতি কৃতজ্ঞতা জানান মিয়ানমারের শীর্ষ নেত্রী। সুচির সফরকে কেন্দ্র করে নেপিদোতে সমাবেশ ও প্রার্থনা করেছেন তার সমর্থকরা।

১০ থেকে ১২ই ডিসেম্বর রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলার শুনানি হওয়ার কথা। তিন দিনের শুনানিতে অংশ নেবেন জাতিসংঘের ১৬ বিচারকের একটি প্যানেল। রোহিঙ্গা সমস্যার পূর্ণাঙ্গ সমাধান না হওয়া পর্যন্ত মিয়ানমারে থেকে যাওয়া রোহিঙ্গাদের সুরক্ষায় অস্থায়ী ব্যবস্থা নিতে শুনানিতে বিচারকদের প্রতি আহ্বান জানাবে গাম্বিয়া।

আরও পড়ুন