আন্তর্জাতিক

১২-১৫ বছরের শিশু-কিশোরদের ফাইজারের টিকা প্রয়োগে অনুমোদন

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৬ই মে ২০২১ ০১:১৯:৩১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

১২ থেকে ১৫ বছর বয়সি শিশু-কিশোরদের ফাইজার বায়োএনটেকের টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে কানাডা। ফলে বিশ্বে এই প্রথম শিশু-কিশোরদের জন্য কোন করোনা টিকার অনুমোদন দেয়া হলো।

বুধবার (৫ মে) কানাডার ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ 'হেলথ কানাডা' এই ঘোষণা দিয়েছে। সংবাদ সম্মেলনে হেলথ কানাডার প্রধান মেডিক্যাল উপদেষ্টা দাবি করেছেন, চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে দেখা গেছে ফাইজারের টিকা শিশুদের ক্ষেত্রে শতভাগ কার্যকর। ১২ থেকে ১৫ বছর বয়সি শিশুদের শরীরে এই টিকা পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করে না বলেও দাবি করেন তিনি।

হেলথ কানাডার অনুমোদনের পরই আগামী সোমবার থেকে শিশু-কিশোরদের টিকার জন্য নিবন্ধনের ঘোষণা দিয়েছে কানাডার অ্যালবার্টা প্রদেশ।

এদিকে, আগামী সপ্তাহে ১২ থেকে ১৫ বছর বয়সি শিশুদের ফাইজারের টিকা প্রয়োগের অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রও।

আরও পড়ুন