জাতীয়, রাজনীতি, আইন ও কানুন

'১৫ই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন কেন বেআইনি নয়'

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

রবিবার ১৩ই জুন ২০২১ ০১:১১:৪৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

১৫ই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন কেন বেআইনি নয়, জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

রিটের শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন। এছাড়া, ১৫ই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন সম্পর্কে বিভিন্ন মন্ত্রণালয়ে ভিন্ন ভিন্ন যে তথ্য আছে তা ৬০ কর্মদিবসের মধ্যে দাখিলের নির্দেশও দেন তারা।

এর আগে, জাতীয় শোক দিবস ১৫ই আগস্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রবিবার (১৩ জুন) যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন এর পক্ষে এ রিট দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী।

এতে ১৫ই আগস্ট খালেদা জিয়া জন্মদিন পালন করায় তাকে কেন সাজা দেয়া হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়। এছাড়া খালেদা জিয়ার সব শিক্ষাগত যোগ্যতা ও জন্ম নিবন্ধনের নথি হাইকোর্টে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। 

রিটে স্বরাষ্ট্র সচিব, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, আইজিপি, ডিএমপি কমিশনার, গুলশান থানার ওসি ও খালেদা জিয়াকে বিবাদী করা হয়েছে।

আরও পড়ুন