ক্রিকেট

১ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত ভারতের

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

রবিবার ১৩ই অক্টোবর ২০১৯ ০৯:৪৯:৪১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঘরের মাঠে টানা ১১ সিরিজ জয়ের বিশ্ব রেকর্ড গড়লো টিম ইন্ডিয়া।

পুনেতে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১৩৭ রানের বড় ব্যবধানে জিতেছে টিম ইন্ডিয়া। এতে টেস্ট চ্যাম্পিয়নশিপে একচেটিয়া আধিপত্য কোহলিদের। চার ম্যাচের সব কটিতেই জেতা ভারতের ঝুলিতে ২০০ পয়েন্ট।

পুনের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। শুরু থেকেই প্রোটিয়া বোলারদের দেখে খেলতে থাকেন ভারতীয় ব্যাটসম্যানরা। মৈনাক আগারওয়াল করেন সেঞ্চুরি। পাশাপাশি হাফ সেঞ্চুরি তুলে নেন চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে ও রবীন্দ্র জাদেজা। তবে সবাইকে ছাড়িয়ে যান সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। দ্বি-শতক পূরণ শেষে অপরাজিত থাকেন ২৫৪ রানে। ৫ উইকেটে ৬০১ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে ভারত। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নেন রাবাদা।

শুরু থেকেই ভারতের বোলারদের আক্রমণে দিশেহারা হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৫৩ রানে পাঁচ উইকেট হারানোর পর শেষ পর্যন্ত ২৭৫ রান করতে পারে তারা। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন অধিনায়ক ফাফ ডু প্লেসি। এছাড়া  মহারাজের ব্যাট থেকে আসে ৭২ রান, আর ১৯২ বলে অপরাজিত ৪৪ রানের লড়াকু ইনিংস খেলেন ফিলান্ডার। রবিচন্দন আশ্বিন নেন ৪ উইকেট। ৩ উইকেট শিকার করেন উমেশ যাদব।

৩২৬ রানে পিছিয়ে থাকায় দক্ষিণ আফ্রিকাকে ফলো অন করান কোহলি। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। স্কোরবোর্ডে রান যোগ হওযার আগেই আউট হন এইডেন মার্করাম। দলের বিপদে হাল ধরতে ব্যর্থ ডি ব্রুইন, ডু প্লেসিস, ডি কক, মুথুস্যামি। কেউই দুই অঙ্গের ঘরে ছুতে পারেননি। ফাইট করার চেষ্টা করেও ব্যর্থ ডিন এলগার, টেমবা বাভুমা। ৪৮ রান করেন এলগার। শেষ পর্যন্ত ১৮৯ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

প্রথম ইনিংসে অপরাজিত ২৫৪  রান করা বিরাট কোহলি হয়েছেন  ম্যাচ সেরা।

আরও পড়ুন