ফুটবল

১-১ গোলে ড্র বাংলাদেশ-ভারত ম্যাচ

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

রবিবার ১৩ই অক্টোবর ২০১৯ ০৫:৪৫:২১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাফ অনূর্ধ্ব ১৫ নারী ফুটবল ফাইনালের ড্রেস রিহার্সেলে হারেনি কেউ, জিতেনি কেউ। ১-১ গোলের ড্রতে শেষ হয়েছে বাংলাদেশ-ভারত গ্রুপ পর্বের ম্যাচ।

ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে শুরু থেকেই সমানে সমান বাংলাদেশ-ভারত। তবে শুরুতে লিড নেয় ভারতই। আমিশার গোলে ২৪ মিনিটে এগিয়ে যায় তারা। তবে সমতা ফেরাতে সময় নেয়নি বাংলাদেশ। দু মিনিট বাদেই স্কোর শিটে নাম তোলেন লাল সবুজের স্বপ্না রানী। ১-১ এর সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতয়িার্ধেও খেলা হয়েছে পাল্টা পাল্টি আক্রমনের। তবে শেষ দিকে বাংলাদেশের চাইতে বেশি দাপ দেখিয়েছে ভারতই। সুযোগও পেয়েছিল কিছু। কিন্তু ফিনিশিং দিতে পারেনি। ফলে ফাইনালের আগের দেখায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছেড়েছে দুই দল।

চার দল অংশ নেয়ায় রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হচ্ছে এবারের সাফ। নেপালকে ১-৪ ও ভুটানের বিপক্ষে ১-১০ গোলের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আর ভুটানকে ২-০ ও নেপালকে ২-১ গোলে হারিয়ে গোল-পার্থক্যে রানার্সআপ হয়েছে বাংলাদেশ।

১৫ অক্টোবর সন্ধ্যা ৬টায় একই ভেন্যুতে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।

আরও পড়ুন