খেলাধুলা, অন্যান্য খেলা

'২০২১ অলিম্পিক হবে প্যারেড ডাউন ভার্সন'

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৪ই জুলাই ২০২০ ১১:৩১:৩০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নিরাপদ গেমস আয়োজনের প্রস্তুতি জেওসির।

করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া অলিম্পিক আসরকে 'প্যারেড ডাউন ভার্সন' বলে মন্তব্য করেছেন জাপানের অলিম্পিক কমিটি চেয়ারম্যান ইয়াশুহিরো ইয়ামাশিতা।

সাবেক অলিম্পিক গোল্ড মেডেলিস্ট জুডোকা ইয়ামাশিতা জানান, তাদের প্রধান গুরুত্বের দিক, নিরাপদ ও সুরক্ষিত গেমস আয়োজন।তিনি বলেন, জেওসির বর্তমান অবস্থায় পরবর্তী অর্থবছরের অলিম্পিক গেমস আয়োজন সত্যিই কঠিন হবে। যদিও বোর্ড ডিরেক্টরদের সাথে এই বিষয়ে এখনো আলোচনা হয়নি। প্রচুর সম্ভাবনা আছে অর্থঋনের দারস্থ হওয়ার।আমি অত স্মার্ট নই, যা মনে হয়েছে তাই বলছি শুধু। আয়োজক দেশ হয়ে বছর খানেক আগে কমিটি প্রধান পরিবর্তন করাটাও উচিত হয়নি।

গেল বছর দুর্নীতির অভিযোগে সনেকাজু তাকেদাকে সরিয়ে জেওসি চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয় ইয়ামাশিতাকে।

মার্চে করোনার প্যানডেমিকের জন্য ২০২১ পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয় টোকিও অলিম্পিক। যে কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছে দেশটা, একইসাথে তাদের ভাবতে হচ্ছে অ্যাথলেটদের নিরাপত্তা নিয়েও।

আরও পড়ুন