জেলার সংবাদ, বিজ্ঞান ও প্রযুক্তি

'২০২৫ এর মধ্যে ৬৪টি জেলায় আইটি সেন্টার স্থাপন করা হবে'

রংপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৪শে সেপ্টেম্বর ২০২০ ০৫:৫১:০২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০২৫ সালের মধ্যে দেশের ৬৪টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার গড়ে তোলা হবে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের পীরগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় জুনায়েদ আহমেদ পলক বলেন, আইটি ট্রেনিং সেন্টার স্থাপনের মধ্য দিয়ে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং আন্তর্জাতিক বাজারে ফ্রিল্যান্সিং এ নিজেরা স্বাবলম্বী হয়ে উঠবেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্পিকার শিরিন শারমিন চৌধুরী অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় জেলা প্রসাশক আসিব আহসানসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন ও সম্ভাবনার নানা দিক নিয়ে আলোচনা করেন প্রতিমন্ত্রী পলক ও আমন্ত্রিত অতিথিরা।

এর আগে, প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন।

আরও পড়ুন