আন্তর্জাতিক, অন্যান্য

২০ শতাংশ কম বেতন নেবেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৬ই এপ্রিল ২০২০ ০২:২৮:১৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী ৬ মাস ২০ শতাংশ কম বেতন নেবেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডের্ন ও তার মন্ত্রীসভার সদস্যরা।

সংবাদ সম্মেলনে জ্যাসিন্ডা বলেন, যারা করোনা কর্মসংস্থান হারিয়েছেন, বেতন কর্তনের শিকার হয়েছেন অথবা যারা বেতন ভর্তুকির আওতায়, তাদের সঙ্গে সংহতি প্রকাশ করতেই এই উদ্যোগ।

আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে, সীমিত আকারে লকডাউন তুলে নেয়া হবে বলেও জানান তিনি। সরকারি খাতের বড় কর্মকর্তা ও অন্য রাজনীতিকদের বেতনও কাটা হবে।

বিরোধী দলের নেতা সায়মন ব্রিজেসও জানিয়েছেন, সরকারের এই উদ্যোগের সঙ্গী হবেন তিনি।

চতুর্থ পর্যায়ে লকডাউন বাড়ানো হবে কিনা, আগামী সপ্তাহে সেই সিদ্ধান্ত নেবে দেশটির সরকার। কঠোর হাতে করোনা নিয়ন্ত্রণে রাখার সামনের সারির দেশগুলোর একটি নিউজিল্যান্ড। তবে লকডাউনের প্রভাবে এরই মধ্যে বহু নাগরিক চাকরি হারিয়েছেন। তাই অর্থনীতিকে আবারো চাঙ্গা করতে নানা উদ্যোগ নিচ্ছে দেশটি।   

আরও পড়ুন