খেলাধুলা, অন্যান্য খেলা

২১তম গ্র্যান্ড স্লাম জিতে ইতিহাস নাদালের

আবু বকর

ডিবিসি নিউজ

রবিবার ৩০শে জানুয়ারী ২০২২ ০৮:৩৫:৫৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রথম সেট নাদালের জন্য ছিল রীতিমতো হতাশার। পাত্তাই পাননি তিনি। দ্বিতীয় সেটে এগিয়ে গিয়েও হেরে যান ৪-১ ব্যবধানে। এরপরই শুরু হলো ‘নাদাল শো’। আর প্রথম কোনো পুরুষ খেলোয়াড় হিসেবে ২১টি গ্র্যান্ড স্লাম জিতে নেন রাফায়েল নাদাল।

অস্ট্রেলিয়ান ওপেনে তখন ইতিহাস গড়ার স্বপ্নটা অনেক দূরের কিছু মনে হচ্ছিল নাদালের। তবে, সময়ের সঙ্গে ক্লান্ত হলেন মাদাভেদ, হলেন উত্তেজিতও।

আরেক প্রান্তে নাদাল থাকলেন শান্ত, চুপচাপ আর খেললেন নিজের সেরাটা। তৃতীয় সেটে ৬-৪ ব্যবধানে জিতে প্রথম খেলায় ফেরেন নাদাল। পরের সেট জিতে নেন ৬-৪ ব্যবধানে। শেষ পর্যন্ত নাদালের শেষটাও হলো রঙিন।

শেষ সেটে বারবার পিছিয়ে পড়েও ফিরে আসেন নাদাল। শেষ পর্যন্ত সেট জিতলেন ৭-৫ ব্যবধানে। দানিল মেদভেদেভকে ২-৬, ৬-৭ (৫/৭), ৬-৪, ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে ইতিহাস গড়লেন নাদাল। শারিরীক লড়াই, হতাশায় মুষড়ে পড়া, পিছিয়ে পড়ার পর আবার ফিরে আসা। এক ম্যাচেই লেখা হলো সব গল্প। আর এতেই অস্ট্রেলিয়ান ওপেন জিতে প্রথম কোনো পুরুষ খেলোয়াড় হিসেবে ২১টি গ্র্যান্ড স্লাম জিতলেন নাদাল। বছরের প্রথম গ্র‌্যান্ডস্ল্যাম জিতে উঠে গেলেন চূড়ায়।

আরও পড়ুন