খেলাধুলা, বিনোদন

২২ গজের বাইরে দারুন সেঞ্চুরি বিরাট কোহলির!

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২রা মার্চ ২০২১ ০৬:৫৩:৩৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দুনিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন ফলোয়ার হল ভারতীয় অধিনায়কের। ৩২ বছর বয়সী কোহলি এশিয়া থেকেও প্রথম ব্যক্তিত্ব হিসেবে এই মাইলস্টোন অর্জন করলেন।

বিরাট কোহলি-দ্যা রেকর্ড ব্রেকার। কত কত বিরাট কীর্তি তার। সেই ধারায় আরেকটা অনন্যের মালিক। যার সবটাই ভক্তদের নিখাদ ভালোবাসা।

মাঠের কোহলিতো মাঠে নামলেই নামের পাশে জুড়ে দেন ভুরি ভুরি রেকর্ড। এবার মাঠের বাইরেও সেটা করে দেখালেন। কিং কোহলি এবার হয়ে গেছেন সোশ্যাল মিডিয়ারও কিং। প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে ইনস্টাগ্রামে ১০ কোটি ভক্ত হল তার। 

শুধু তাই নয়, ‘কিং কোহালি’ হলেন দুনিয়ার চতুর্থ ক্রীড়াবিদ, যাঁর ইনস্টাগ্রামে ভক্তের সংখ্যা ১০ কোটি হল। এই তালিকার শীর্ষে রয়েছেন পর্তুগীজ তারকা ‘সি আর সেভেন’। ইন্সটাগ্রামে তাঁর ভক্তের সংখ্যা ২৬৬ মিলিয়ন। আর্জেন্টিনা ও বার্সেলোনা তারকা মেসি রয়েছেন দ্বিতীয় স্থানে। ভক্তের সংখ্যা ১৮৭ মিলিয়ন। ১৪৭ মিলিয়ন ফলোয়ার নিয়ে তালিকার তিন নম্বরে আছেন ব্রাজিলীয় তারকা নেইমার। 

ভারত অধিনায়কের এমন কীর্তির জন্য আইসিসিও গর্বিত। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা টুইট করে সেটা জানিয়েছে। 

বিশ্বের ক্রীড়াবিদদের থেকে কোহালি খালিকটা পিছিয়ে থাকলেও এশিয়ার মধ্যে তিনিই সেরা। অন্য কোন ক্রিকেটারও নেই কোহলির ধারে কাছে।

বাংলাদেশি ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার সংখ্যা সাকিব আল হাসানের। বিশ্বসেরা অলরাউন্ডারের অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা ২.১ মিলিয়ন। 

আরও পড়ুন