জেলার সংবাদ

গেল ২৪ ঘন্টায় ঠাকুরগাঁওয়ে আরও ৫ জন করোনায় আক্রান্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ৭ই জুন ২০২০ ০২:২৯:৩৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঠাকুরগাঁওয়ে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ জনের করোনা্ভাইরাস শনাক্ত।

এ নিয়ে ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩৫ জনে। শনিবার (৬ জুন) সন্ধ্যায় সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ৫ জনসহ আক্রান্তের সংখ্যা ১৩৫ জনে দাঁড়ালো। এ পর্যন্ত ১ হাজার ৮শ' ৩৩ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। নতুন আক্রান্তের মধ্যে ৩ জন রণীশংকৈল ও ২ জন বালিয়াডাঙ্গী উপজেলার বলেও নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন। 

জেলাটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৫ জন।

আরও পড়ুন