আন্তর্জাতিক, ভারত

২৪ ঘণ্টায় প্রায় ১১ লাখ মানুষ যোগ দিল আম আদমি পার্টিতে

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শুক্রবার ১৪ই ফেব্রুয়ারি ২০২০ ১২:১৩:০৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নির্বাচনে বড় জয়লাভের পর ২৪ ঘণ্টায় প্রায় ১১ লাখ মানুষ যোগ দিল আম আদমি পার্টিতে।

দিল্লি বিধানসভা নির্বাচনে বড় জয়লাভের পর মাত্র ২৪ ঘণ্টায় প্রায় ১১ লাখ  মানুষ দলটিতে যোগ দিয়েছে বলে দাবি করেছে আম আদমি পার্টি।

বৃহস্পতিবার সকালে, আম আদমি পার্টির পক্ষ থেকে এক টুইট বার্তায় এ কথা জানানো হয়। আপ এক বিবৃতিতে জানায়, দেশ নির্মাণ অভিযান চালাতে দলটি এক আলাদা প্রচার শুরু করে। এর অংশ হিসেবে মঙ্গলবার দলের ব্যানারে একটি মোবাইল নম্বরও দেয়া হয়। সেই নাম্বারে মিসকল দিয়ে আপে যোগ দেয়া যাবে বলা হলে এতে ব্যাপক সাড়া পড়ে।

এর আগে, দিল্লি বিধানসভা নির্বাচনে ৭০ আসনের মধ্যে আম আদমি পার্টি একাই পায় ৬২টি আসন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর, উন্নয়নেই মনোযোগ ছিল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের।

আরও পড়ুন