আরব, ইসলাম, প্রবাস

২৪ ঘন্টা কারফিউর মধ্যেই সৌদি আরবে পালিত হবে ঈদ

সাগর চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ২৩শে মে ২০২০ ০৫:০৮:১৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবে ঈদুল ফিতর ফিতর উদযাপিত হবে আগামী রবিবার। আজ শুক্রবার দেশটির আকাশে কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি।

তবে, করোনাভাইরাসের প্রকোপের কারণে ৩০ রোজা পূর্ণ করে ২৪ ঘন্টা কারফিউর মধ্যেই ঘরে বসে ঈদের নামাজ আদায় করতে হবে দেশটির মানুষের। করোনার সংক্রমণ ঠেকাতে এই পদক্ষেপ নিয়েছে কতৃপক্ষ।

সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ আব্দুল লতিফ আস শায়খ দেশটির সকল মসজিদ এবং ঈদগাহে ঈদের জমায়েত না করার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, এই ঈদের জন্য এটা সাময়িক নিষেধাজ্ঞা।

এর আগে, সৌদি গ্র্যান্ড মুফতি শায়খ আব্দুল আজিজ এবং সিনিয়র ইসলামিক স্কলাররা ঘরে ঈদের নামাজ পড়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তারা বলেন, ঘরে ঈদের নামাজ পড়তে বাঁধা নেই।

এদিকে, ঈদের আনন্দ নেই বেশিরভাগ প্রবাসীর মাঝে। কর্মহীন অনেকে অনাহারে অর্ধাহারে জীবনযাপন করছে। দেশে থাকা তাদের পরিবারে চলছে বোবাকান্না। তাই, অসহায় প্রবাসী পরিবারের খোঁজখবর নিয়ে তাদের সহায়তার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান প্রবাসীরা।

আরও পড়ুন