বাংলাদেশ, শিক্ষা

২৬শে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার সুপারিশ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৬ই সেপ্টেম্বর ২০২১ ১০:৩৭:৫৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী ২৬শে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া ৫ই অক্টোবর আবাসিক হল খোলার সুপারিশ করা হয়েছে। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এই সুপারিশ করা হয়।

সুপারিশে বলা হয়, ২৬শে সেপ্টেম্বর থেকে চতুর্থ বর্ষ এবং মাস্টার্স শিক্ষার্থীদের যারা এক ডোজ টিকা নিয়েছেন, তাদের জন্য সেমিনার হল, লাইব্রেরি ও পাঠকক্ষ খুলে দেয়া হবে। আর ৫ই অক্টোবর থেকে টিকা নেয়া মাস্টার্স ও চতুর্থবর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়ার পরামর্শ দিয়েছে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি।

এক্ষেত্রে শিক্ষার্থীদের টিকা নেয়ার সনদ ও আইডি নম্বর দেখাতে হবে। সেই সাথে ডাইনিং, পাঠকক্ষ ও হলে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে কমিটি।

ডিনস কমিটি ও একাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে। মধ্য নভেম্বরের পর থেকে সব শিক্ষার্থীর জন্য হল খুলে দেওয়া হবে বলেও জানান প্রক্টর গোলাম রব্বানী।

আরও পড়ুন