আন্তর্জাতিক, আমেরিকা

২৭ বছরের পুরনো ভ্রুণ থেকে জন্ম নিল মলি

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ৪ঠা ডিসেম্বর ২০২০ ১০:২৭:৫৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মলি, বয়স মাত্র ১ মাস। তবে তর্কের খাতিরে তার বয়স ২৭ বছরও বলতে পারেন। কারণ, যে ভ্রুণ থেকে মলির জন্ম হয়েছে সেটি ২৭ বছর আগে সংরক্ষণ করা হয়েছিল। সিএনএন জানায়।

আমেরিকার টেনিসির নক্সভিলে সম্প্রতি সেই ভ্রুণ থেকে জন্ম নিল মলি নামে ওই কন্যা সন্তান। তিন বছর আগে তার বোন এমার জন্ম হয়েছিল ২৪ বছরের পুরনো ভ্রুণ থেকে।

এ বার বোনের রেকর্ড ভেঙে দিল মলি। নতুন রেকর্ডের দিকে অবশ্য বিশেষ নজর নেই মলির মা টিনা এবং বাবা বেন গিবসনের। তারা পরিবারে নতুন অতিথিকে পেয়ে খুব খুশি।

নক্সভিলে ন্যাশনাল এমব্রয় ডোনেশন সেন্টারে ১৯৯২ সালের অক্টোবরে মলির ভ্রুণ সংরক্ষণ করে রাখা হয়েছিল। টিনা এবং বেন গিবসন যোগাযোগ করেন ওই সংস্থার সঙ্গে। এই বছর ফেব্রুয়ারিতে টিনা সেই সংরক্ষিত ভ্রুণ থেকে গর্ভবতী হন। মাস খানেক আগে জন্ম দেন কন্যা সন্তানের।

এর আগে টিনা এবং বেন ২০১৭ সালে নভেম্বর মাসে জন্ম নেয় এই দম্পতির প্রথম সন্তান এমা। এমা এবং মলির ভ্রুণ সম সাময়িক। আর দুই মেয়ের মা টিনার বয়স এখন ২৮। ফলে এক দিক থেকে দেখতে গেলে দুই মেয়ের থেকে টিনার বয়স মাত্র ১ বছর বেশি।

আরও পড়ুন