আন্তর্জাতিক, অন্যান্য

২৮শে মে থেকে আফগানিস্তানে দূতাবাস বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৫শে মে ২০২১ ০১:০৫:৪০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সহিংসতার আশঙ্কায় ২৮শে মে থেকে আফগানিস্তানে দূতাবাস বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এতে বলা হয়েছে, আগামী শুক্রবার থেকে আফগানিস্তানের কাবুলে অস্ট্রেলিয়ার দূতাবাস বন্ধ করে দেয়া হবে। দেশটিতে থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকেই যুদ্ধের শঙ্কায়  নিরাপত্তাজনিত কারণে এমন সিদ্ধান্তের দিকে যাচ্ছে অস্ট্রেলিয়া।

তবে আফগানিস্তানে কূটনৈতিক সফর অব্যাহত থাকবে।  গত দুই বছরে আফগানিস্তানে থাকা সৈন্য কমাতে শুরু করেছে অস্ট্রেলিয়া। ১৫শ থেকে সৈন্য সংখ্যা কমিয়ে ৮০ জনে আনা হয়েছে।

আরও পড়ুন