জাতীয়, প্রবাস

৩২ যাত্রীর সৌদি আরব যাত্রা বাতিল

ময়ূখ

ডিবিসি নিউজ

শনিবার ২৬শে সেপ্টেম্বর ২০২০ ০৯:৩২:০১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অনুমোদনহীন প্রতিষ্ঠান থেকে করোনাভাইরাস নেগেটিভ সনদ নেয়ায় ৩২ জন যাত্রীর সৌদি আরব যাত্রা বাতিল করেছে সৌদিয়া এয়ারলাইন্স।  

সন্ধ্যা সাড়ে ৬টায় তাদেরকে না নিয়েই বিমানটি জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়।  টিকিট পাওয়ার পর অনুমোদিত প্রতিষ্ঠান থেকে করোনা পরীক্ষার পর্যাপ্ত সময় ছিল না বলে জানান তাদের স্বজনেরা। এদিকে আগামী ২৮শে সেপ্টেম্বর এই ৩২ জনকে বৈধ সনদ নিয়ে যাত্রার অনুমতি দিয়েছে সৌদিয়া এয়ারলাইন্স।

আগেই জানিয়ে দেয়া হয়েছিল সরকার নির্ধারিত হাসপাতল ছাড়া কোভিড ১৯ পরীক্ষার নেগেটিভ ফলাফল গ্রহণযোগ্য হবে না।  যাদের বিমানে চড়ার অনুমতি দেয়া হয়নি তারা সবাই কোভিড নেগেটিভ সনদ নিয়েছেন বেসরকারি হাসপাতল থেকে।  

এদিকে, দুপুরের দিকে যারা সরকার নির্ধারিত হাসপাতাল বা পরীক্ষা কেন্দ্র থেকে কোভিড-১৯ মুক্ত থাকার সনদ নিয়ে বিমান বন্দরে এসেছেন তারা পুরো প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট। 

শনিবার সৌদিগামী প্রবাসীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি ৪৫ মিনিট দেরিতে পৌনে ৬টায় ছেড়ে যায়। এই ফ্লাইটের সবাই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কোভিড-১৯ সনদ নিয়ে বিমানে চড়েছেন। 

আরও পড়ুন