খেলাধুলা, অন্যান্য খেলা

৩৩ বছর ধরে বাংলাদেশের কারাতের সঙ্গী কোচ তেসুরো কিতামুরা

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

শুক্রবার ৬ই ডিসেম্বর ২০১৯ ০৭:১৮:৫৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তিন স্বর্ণ, তিন রৌপ্য ও ১২ ব্রোঞ্জে নেপাল এসএ গেমসে বাংলাদেশের সেরা সাফল্য কারাতে দলের। এই সাফল্যের পেছনের কারিগর প্রধান উপদেষ্টা কোচ তেসুরো কিতামুরা।

গেল ৩৩ বছর ধরে বাংলাদেশ কারাতে কোচের দায়িত্বে থাকা এই জাপানিজের পারিশ্রমিকর অংকে চোখ রাখলে জাগে বিস্ময়।  কারাতে ভালোবেসে আর বাংলাদেশের কারাতের উন্নয়নে কাজ করে যাচ্ছেন নিরন্তর।

কারাতে বাংলাদেশ’র প্রধান উপদেষ্টা কোচ তেসুরো কিতামুরা বলেন, "জাপান সরকারের সহযোগিতায় বাংলাদেশে আসি। সে সময় থেকে এখন আরো উন্নিত হয়েছে।  তবে আরেকটু লং প্ল্যানিং চিন্তা করলে এ খেলাতে ডেভেলপমেন্টটা আরো বাড়বে।" তাকে বাংলাদেশের আধুনিক কারাতের রূপকারও বলা হয়।

নামমাত্র পারিশ্রমিকে কাজ করে যাচ্ছেন কারাতের উন্নয়নে।  ক্যাম্প চলাকালে পারিশ্রমিক হিসেবে দৈনিক মাত্র ২৫০ টাকা নেন তিনি। বলেন, "আমি কারাতে ভালোবাসি।  তারপরে আমার ছাত্রদের জন্য, আমার ছাত্রদের সাহায্য করতে চাই। আর অন্য কোনো কারণ নাই।"

বাংলাদেশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান কিতামুরা। আমৃত্যু বাংলাদেশের কারাতের উন্নয়নে কাজ করে যাওয়াই তার প্রার্থনা।  তবে সে জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি।

"আমি মরে যাওয়া পর্যন্ত বাংলাদেশে থাকতে চাই, থাকব। মরে যাওয়া পর্যন্ত যতোটা সম্ভব কারাতে শিখাতে চাই।"

আরও পড়ুন