বাংলাদেশ, খেলাধুলা, জাতীয়, অন্যান্য খেলা, ক্যারিয়ার, শিক্ষা, নারী, কিডজ জোন

৩৫তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস শুরু রেকর্ড দিয়ে

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

শুক্রবার ২৫শে অক্টোবর ২০১৯ ০৯:২৫:৪২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিশোরীদের ১০০ মিটার স্প্রিন্টে নতুন জাতীয় রেকর্ড দিয়ে শুরু হল ৩৫তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতা।  

শুক্রবার বিকেলে প্রতিযোগিতার উদ্বোধনী দিনে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে ১২ দশমিক ১৭ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতে নতুন জাতীয় রেকর্ড গড়লেন সোনিয়া আক্তার।

এই ইভেন্টে গেল আসরের ১২ দশমিক ২০ সেকেন্ডের রেকর্ড ভেঙ্গেছেন তিনি। 

নতুন রেকর্ড গড়ার পরে সোনিয়া আক্তার বলেন, "নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস ছিলো যে আমি এবার ভালো কিছু করব।  আর এ ভালো কিছুর পিছনে আমার কোচদের অবদান আছে।"

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) শিক্ষার্থী সোনিয়া বলেন, "আমার মতো করে আমি যে প্র্যাকটিসটা করেছি, আমি তাতে সন্তুষ্ট। ভবিষ্যতে আরো ভালো করতে পারব।"

এদিন কিশোরদের ১০০ মিটার স্প্রিন্টে ১১ দশমিক ১৭ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছেন খুলনা বিভাগের ছামিউল ইসলাম।

দশমিক ৩ সেকেন্ড কম সময়ে রৌপ্যপদক জিতেছেন কুড়িগ্রামের লিমন।  ১১ দশমিক ২১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জপদক জিতেছেন নাটোরের সুলতান আহম্মেদ।

মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে রৌপ্যপদক জিতেছেন একই প্রতিষ্ঠানের আফ্রিয়া অলিন।  আর ১৩ দশমিক ৫৮ সেকেন্ড  সময়ে শরিয়তপুরের মেয়ে জিতেছেন ব্রোঞ্জপদক।  

দেশের বিভিন্ন জেলা, বিভাগ ও সংস্থার প্রায় চারশ’ কিশোর-কিশোরী অংশ নিচ্ছেন এবারের আসরের বিভিন্ন ইভেন্টে।

আরও পড়ুন