আন্তর্জাতিক

৩৬ হাজার কর্মী বরখাস্ত করছে ব্রিটিশ এয়ারওয়েজ

ময়ূখ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২রা এপ্রিল ২০২০ ১০:১১:৩১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রায় ৩৬ হাজার কর্মীকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্যর সবচেয়ে বড় এয়ারলাইন ব্রিটিশ এয়ারওয়েজ।

করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন, এতে ক্ষতির মুখে পড়েছে বিমান শিল্প। এমন পরিস্থিতিতে প্রায় ৩৬ হাজার কর্মীকে সাময়িক করতে যাচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজ। খবর বিবিসি'র। 

করোনা সংকটে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ব্রিটিশ এয়ারওয়েজ তাদের কর্মীদের ইউনিয়নের সঙ্গে এক সপ্তাহের বেশি সময় ধরে আলাপ-আলোচনার পর এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোন চুক্তি হয়নি।

ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের টুইটার পেজে বলা হয়, করোনাভাইরাসে বুধবার বিকাল ৫টা পর্যন্ত যুক্তরাজ্যে দুই হাজার ৩৫২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৫৬৩ জনের মৃত্যু হয়েছে এবং চার হাজার ৩২৪ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশটিতে ২৯ হাজার ৪৭৪ জনের দেহে করোনা ধরা পড়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ১৩৫ জন। যুক্তরাজ্যে করোনা আক্রান্তদের মধ্যে প্রিন্স চার্লস, প্রধানমন্ত্রী বরিস জনসন ও স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হানকক রয়েছেন।

আরও পড়ুন