জাতীয়, অর্থনীতি

৩ দেশ থেকে জরুরিভিত্তিতে পেঁয়াজ আসছে

ময়ূখ

ডিবিসি নিউজ

শুক্রবার ১৫ই নভেম্বর ২০১৯ ০৭:৪৫:১৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চলমান সংকট মোকাবেলায় তুরস্ক, আফগানিস্তান ও আরব আমিরাত থেকে জরুরিভিত্তিতে পেঁয়াজ আমদানি করা হবে; পেঁয়াজ আসবে কার্গো বিমানে- সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অতি অল্প সময়ের মধ্যে পর্যাপ্ত পেঁয়াজ বাজারে সরবরাহ করা সম্ভব হবে। এছাড়া সমুদ্র পথে আমদানিকৃত পেঁয়াজ বাংলাদেশের পথে রয়েছে, যা অতিশিঘ্রই বড় পেঁয়াজের চালান বাংলাদেশে এসে পৌঁছাবে।

এছাড়াও সম্প্রতি ঘুর্ণিঝড় বুলবুলের কারনে টেকনাফ স্থলবন্দর, চট্রগ্রাম সমুদ্রবন্দরসহ বিভিন্ন স্থানে পেঁয়াজ পরিবহনে কয়েকদিনের জন্য সমস্যা হয়েছিল। বাণিজ্য মন্ত্রণালয় হতে এ পরিস্থিতি মোকাবেলার জন্য জরুরি ভিত্তিতে উল্লিখিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

আরও পড়ুন