ভ্রমণ, জেলার সংবাদ

৫ তলা কাঠের বাড়ি দেখতে দর্শনার্থীদের ভিড়

কুষ্টিয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ৪ঠা ডিসেম্বর ২০২০ ১১:৩৪:৩৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্যক্তিগত উদ্যোগে দৃষ্টিনন্দন কাঠের বাড়ি নির্মাণ করে সাড়া ফেলেছেন কুষ্টিয়ার শিলাইদহের বাসিন্দা আব্দুর রশীদ জোয়ার্দার। বাড়িটি ঘুরে দেখতে দূর-দূরান্ত থেকে প্রতিদিন আসছেন দর্শনার্থীরা।

'মন ভুলানো কাঠের বাড়ি'। অনন্য সাধারণ নির্মাণ শৈলী যে কারো মন ভুলিয়ে দিতে পারে, তাই বাড়িটির এই নামকরণ।

কুষ্টিয়ার শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়ির কাছেই ১২ শতক জায়গার ওপর দুই বছরের চেষ্টায় পঞ্চাশ লাখ টাকা ব্যয়ে বাড়িটি নির্মাণ করেছেন স্থানীয় বাসিন্দা আব্দুর রশীদ জোয়ার্দার। বাড়ি তৈরিতে ব্যবহার করা হয়েছে মেহগনি, শাল, কেরোসিন ও তালগাছের কাঠ। নিচতলায় রেস্টুরেন্ট আর অন্য তলাগুলোতে শোভা পাচ্ছে বাংলার ইতিহাসের নানা নিদর্শন। ২০১৯ সালে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় ৩৫ ফুট উচ্চতার ৫ তলা কাঠের বাড়িটি।

কাঠের বাড়ির মালিক আব্দুর রশীদ জোয়ার্দার বলেন, 'বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাঁকুরের বাড়িতে লোকজন দূর-দূরান্ত থেকে আসে। তাই ভাবলাম পাশাপাশি আরেকটি ঘর কাঠ দিয়ে তৈরী করলে ভালো হয়। এজন্য কাঠ দিয়ে প্রতিষ্ঠানটি শুরু করি আমি।'

রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে বেড়াতে আসা অনেকেই আসছেন এখানে, মুগ্ধ হচ্ছেন নির্মাণ শৈলী দেখে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকছে বাড়িটি।

আরও পড়ুন