অর্থনীতি, জেলার সংবাদ

৫ মাসে রাজস্ব লক্ষ্য পূরণ হয়নি হিলি স্থলবন্দরে

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বুধবার ১১ই ডিসেম্বর ২০১৯ ১০:০৪:৫৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

৭৭ কোটি ৩ লাখ টাকার লক্ষ্য থাকলেও আদায় হয়েছে মাত্র ৬৪ কোটি ৪৬ লাখ ৮০ হাজার টাকা।

বেশি শুল্কের পণ্য আমদানি কমে যাওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের ৫ মাসে রাজস্ব আয়ের লক্ষ্য পূরণ হয়নি। এ স্থলবন্দর দিয়ে এখন যেসব পণ্য আমদানি হয় তার বেশিভাগই শুল্কমুক্ত। কাস্টমসের নীতির কারণেই এ বন্দর দিয়ে কাঁচা ফল, বিভিন্ন ধরনের মেশিন ও মেশিনের যন্ত্রাংশ, ফেব্রিকসহ বেশি শুল্কের পণ্য আমদানি পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে, রাজস্ব আয় কমে গেছে।

গত অর্থবছর ২৬৯ কোটি ৩১ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য থাকলেও আয় হয়েছে মাত্র ২৩৩ কোটি ১ লাখ টাকা। আর, চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে আদায় হয়েছে লক্ষ্যের প্রায় ১২ কোটি ৫৬ লাখ ২০ হাজার টাকা কম।

কাস্টমস কর্তৃপক্ষও স্বীকার করছে, উচ্চ শুল্কের পণ্য আমদানি কম হওয়ায় লক্ষ্য পূরণ করা যাচ্ছে না।

ভারত রপ্তানি বন্ধ করে দেয়ায় অক্টোবর থেকে পেঁয়াজ আমদানিও বন্ধ রয়েছে। তাই, গত দু'মাস হিলি স্থলবন্দরের রাজস্ব আয় হচ্ছে শুধু পাথর আমদানি থেকে।

আরও পড়ুন