খালেদা জিয়ার জামিন শুনানি

৬০ জনের বেশি আইনজীবী থাকায় প্রধান বিচারপতির এজলাস ত্যাগ

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১২ই ডিসেম্বর ২০১৯ ০৯:৫৮:৫০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেত্রী খালেদা জিয়ার জামিনের আবেদনের ওপর আপিল বিভাগের আদেশ আজ।

এরই মধ্যে, আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আদালতে পাঠানো হয়েছে তার স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদনও। খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে সুপ্রিমকোর্টের সব গেইট ও ভেতরে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। যান চলাচলও সীমিত করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে, জামিন আবেদনের শুনানির আগে দুই পক্ষের ৩০ জন করে মোট ৬০ জন আইনজীবী এজলাসে উপস্থিত থাকার অনুমতি দেয় আপিল বিভাগ। তবে, ৬০ জনের বেশি আইনজীবী উপস্থিত থাকায় এজলাস ত্যাগ করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বেঞ্চ।

গত ৫ই ডিসেম্বর, দুর্নীতির দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিতে হট্টগোল করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এতে, প্রায় তিন ঘন্টা বন্ধ ছিলো বিচারকাজ। তবে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন হলেও মুক্তি মিলবে না খালেদা জিয়ার। কারণ, তাকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায়ও জামিন পেতে হবে। খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির পাঁচটি মামলার মধ্যে ৩৭টি মামলা বিচারধীন।

আরও পড়ুন