বাংলাদেশ, অর্থনীতি

’২০৩০ সালের মধ্যে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে সফল হবে সরকার’

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৩শে জানুয়ারী ২০২০ ১১:৩৬:৫০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০৩০ সালের মধ্যে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে সরকার সফল হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।  

২০১৯-২০ বাজেটের প্রথম প্রান্তিক জুলাই-সেপ্টম্বর পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি ও আয়-ব্যয়ের গতিধারা এবং সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ সংক্রান্ত প্রতিবেদন সংসদে উপস্থাপনের সময় এ কথা জানান তিনি।  

অর্থমন্ত্রী জানান, ২০১৯-২০ প্রথম প্রান্তিকে সরকারের ব্যয় বেড়েছে। তবে, প্রবাসীদের দেশে অর্থ পাঠানোয় সরকার প্রণোদনা দেয়ায় রেমিটেন্স ২৫ শতাংশ বেড়েছে বলেও জানান তিনি।  

পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ সিটি নির্বাচনের নামে কমিশন প্রহসন করছে বলে অভিযোগ করেন।

আরও পড়ুন