আন্তর্জাতিক, অন্যান্য

মালিতে জঙ্গি হামলায় ২৫ সেনা নিহত

আনোয়ার হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ২রা অক্টোবর ২০১৯ ০৪:২২:২৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মালিতে দুটি সেনাচৌকিতে জঙ্গি হামলায় অন্তত ২৫ সেনা নিহত। নিখোঁজ রয়েছে আরও অন্তত ৬০ সেনা সদস্য।

সোমবার বুর্কিনা ফাসোর সীমান্তবর্তী বুলকেসি এবং মন্ডোরো শহরে এ হামলা হলেও আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে বুধবার এ খবর প্রকাশ করেছে মালি সরকার।

দেশটির সরকার জানিয়েছে, সেনাদের পাল্টা হামলায় ১৫ জঙ্গি নিহত হয়েছে। এবং ওই অঞ্চলগুলো পুনরায় দখল করেছে সরকার বাহিনী। তবে তাদের অনেক সরঞ্জাম হারিয়েছে বলে জানিয়েছে মালি সরকার। সম্প্রতি বুর্কিনা ফাসো এবং ফরাসী বাহিনীর সাথে জঙ্গিবিরোধী একটি যৌথ অভিযান শুরু করেছে মালি সেনাবাহিনী।

তবে সোমবারের হামলা সরকারি বাহিনীর বিরুদ্ধে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ হামলা বলে উল্লেখ করা হয়েছে। ফ্রান্সের সহায়তায় বুরকিনা ফাসো, চাদ, নাইজার এবং মৌরিতানিয়াসহ আফ্রিকান দেশগুলো জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করছে। এই অভিযানের নাম দেয়া হয়েছে জি৫ সাহেল।

২০১২ সালে মালির ইসলামিক জঙ্গিরা দেশটির উত্তরাঞ্চল দখল করে নেয়ার পর, সেখানে সেনা অভিযান শুরু করে ফ্রান্স। এরপর থেকেই দেশটি প্রায়ই জঙ্গি হামলা ও জাতিগত সংঘাতের মুখোমুখি হচ্ছে।  

আরও পড়ুন