জেলার সংবাদ

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি

ইসতিয়াক হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ৫ই অক্টোবর ২০১৯ ০৭:৩৩:১৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অবিলম্বে সুন্দরবন বিধ্বংসী রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। শনিবার সকালে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রকল্পটি বন্ধ না হলে সুন্দরবনসহ পুরো এলাকা মারাত্মক হুমকির মুখে পড়বে। রামপাল নিয়ে সরকারের সকল সিদ্ধান্ত বিজ্ঞান বিরোধী ও অযৌক্তিক।

সুলতানা কামাল অভিযোগ করেন, রাজনৈতিক বিবেচনা থেকেই রামপালসহ বন বিধ্বংসী এসব সিদ্ধান্ত নেয়া হচ্ছে। সরকারের এমন আচরণে আজ সারা বিশ্বের সুন্দরবনপ্রেমী মানুষজন উদ্বিগ্ন বলে মন্তব্য করেন তিনি।

একইসাথে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের মানুষ রামপালসহ বন বিধ্বংসী সব প্রকল্প সম্পূর্ণ বাতিল চায়।

আরও পড়ুন