বিনোদন, বলিউড, টেলিভিশন

নিজের কোন ধর্ম নেই বলে জানালেন অমিতাভ বচ্চন

আনোয়ার হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ৫ই অক্টোবর ২০১৯ ০৩:০৪:১৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

“আমার কোনও ধর্ম নেই। আমার এক পরিচয় আমি ভারতীয়”- ২ অক্টোবর কৌন বনেগা ক্রোড়পতির গান্ধীজয়ন্তীর বিশেষ এপিসোডে ধর্ম ও দেশ প্রসঙ্গে বলতে গিয়ে এমনটাই বলেছেন অমিতাভ বচ্চন।

তিনি বলেন, ‘বচ্চন- পদবীটা কোনও ধর্মেরই নয়। আমার বাবা কখনই ধর্মের ভিত্তিতে পদবিতে বিশ্বাস করতেন না’। তিনি জানান, বচ্চন নয়, তাঁদের পারিবারিক পদবী শ্রীবাস্তব। কিন্তু সেই পদবীকে কোনওদিনই সেভাবে মেনে নেননি তার পিতা হরিবংশ রাই বচ্চন।

অমিতাভ আরো বলেন, ‘কিন্ডারগার্ডেনে ভর্তি হওয়ার সময়ে বাবা আমার পদবী বচ্চন করে দেন’। শুধু তাই নয়, বাবার ঠিক করে দেওয়া সেই নজির আজও মেনে চলেন অমিতাভ।এমনকি আদমসুমারির কর্মীরা আমার বাড়ি এলে তিনি বলেন যে তিনি কোনও ধর্মেরই অন্তর্ভুক্ত না কেননা তিনি ভারতীয়।

 অমিতাভ বচ্চনের ভাবনা ও জীবন দর্শনে তাঁর বাবা হরিবংশ রাই বচ্চনের ভূমিকা অনেকেরই জানা। এদিনও বাবার থেকে পাওয়া শিক্ষার উল্লেখ করতে ভুললেন না বিগ বি। বাবার স্মৃতিতে যেন কিছুটা আবেগপ্রবণ হয়ে তিনি বলেন,’ছোট থেকেই সব সময়ে বাবাকে তাঁর আশেপাশের প্রতিটি ব্যক্তিকে সম্মান করতে দেখেছি’। 

আরও পড়ুন