আন্তর্জাতিক, ইউরোপ, বইপত্র, শিক্ষা

৬০ বছর পর নিখোঁজ বইয়ের খোঁজ মিলল

আনোয়ার হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১লা অক্টোবর ২০১৯ ০১:৪১:৩৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এক ছাত্র একটি বই পড়তে নিয়েছিলেন ৬০ বছর আগে। 

যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এক ছাত্র কালচার অ্যান্ড সোসাইট অব আফ্রিকা নামের একটি বই পড়তে নিয়েছিলেন ৬০ বছর আগে। তারপর থেকে বইটি আর পাওয়া যায়নি।

গত বুধবার গনভিল অ্যান্ড কেইউস কলেজের একজন সাবেক ছাত্র বইটি কর্তৃপক্ষকে ফেরত দিয়েছেন। পরে সেটি নিয়ে যাওয়া হয় মূল বিশ্ববিদ্যালয় অর্থাৎ ক্যামব্রিজের লাইব্রেরিতে।

এক টুইট বার্তায় লাইব্রেরি কর্তৃপক্ষ লিখেছে, ‘বেটার লেট দ্যান নেভার।’ এত দিন ধরে লাইব্রেরির বই নিজের কাছে রাখার জরিমানা দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৭০০ পাউন্ড।

তবে টুইটারে এক বার্তায় লাইব্রেরি কর্তৃপক্ষ জরিমানা মওকুফের কথাও উল্লেখ করেছে। ক্যামব্রিজ লাইব্রেরি কর্তৃপক্ষ বলছে, হয় এটা একটি অসাধারণ বই অথবা তিনি খুবই ধীরগতির একজন পাঠক। 

তবে লাইব্রেরির একজন মুখপাত্র বলছেন, এটি ঠিক পরিষ্কার নয় যে ওই শিক্ষার্থী এই দীর্ঘ সময় ধরে বইটি ভুলবশত নাকি ইচ্ছাকৃত নিজের কাছে রেখে দিয়েছিলেন।

আরও পড়ুন