বিনোদন, ঢালিউড, অন্যান্য

দূর্গাপূজার উৎসবে জয়া আহসান

আনোয়ার হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩রা অক্টোবর ২০১৯ ০১:১৬:১৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বর্তমানে বাংলাদেশ ও কলকাতায় সমান ভাবে জনপ্রিয় জয়া আহসান। বাংলাদেশ-কলকতায় যাওয়া আসায় ইদানিং সময় কাটে তার।

বর্তমানে পূজার উৎসবকে ঘিরে কলকাতায় আছেন দুই বাংলার দর্শকপ্রিয় এই অভিনেত্রী। এবার কলকাতার ভক্তদের সঙ্গে পূজার আনন্দ ভাগ করে নেবেন জয়া। তাই পূজার সময় কোনো শুটিং রাখেননি। 

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে পূজার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। জয়া আহসান বলেন, ‘আমার কাছে ঈদ মানে বাংলাদেশ। দুর্গাপূজা মানে কলকাতা। আগেও পূজার সময় কলকাতায় থেকেছি। এ বছর পূজার সময়টায় শুটিং নেই। তাই দুর্গাপূজা নিয়ে অনেক পরিকল্পনা করেছি’।

জয়া আরও বলেন, ‘অনেকগুলো ঢাকাই শাড়ি নিয়ে কলকাতায় এসেছি। তার মধ্যে মসলিন, তাঁত, সিল্ক রয়েছে। সব উপহার পেয়েছি। সবকটাই পূজার সময় পরব, একটাও মিস করব না। প্রতিদিন নতুন শাড়ি, পূজা পরিক্রমা, তাই চুটিয়ে প্যান্ডেল হপিং করব। দুর্গাপূজা বাঙালির প্রাণের উৎসব। আর আমার প্রাণ এপার-ওপার দুই বাংলা জুড়ে’।

সম্প্রতি কলকাতায় অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’ সিনেমা শুরু করেছেন জয়া আহসান। এছাড়া কলকাতার সৌকর্য ঘোষাল পরিচালিত ‘ভূত পরী’ সিনেমায় অভিনয় করছেন তিনি।

আরও পড়ুন