বিনোদন, অন্যান্য

হাবিব-ন্যানসির 'ঝরা পাতা'-র নতূন রূপ

মিথুন বিশ্বাস

ডিবিসি নিউজ

শনিবার ২৮শে সেপ্টেম্বর ২০১৯ ০১:১৪:১২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০১২ সালে প্রকাশিত ন্যানসির একক 'রং' অ্যালবামের 'ঝরা পাতা' শিরোনামের গানটি জনপ্রিয়তা পেয়েছিলো।

সেই গানটির কথা-সুর ঠিক রেখে নতুন করে আবারও তৈরি করলেন সংগীত পরিচালক হাবিব। পিয়ানো ভার্সনের এই গানটির ভিডিও হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় ২৬ সেপ্টেম্বর । গানটি প্রকাশের পর থেকে ফেসবুক দেয়ালে দেয়ালে উড়ছে গানটি, শেয়ারও হচ্ছে প্রচুর! শ্রোতারা বলছেন, তাদের প্রিয় গানটি আবার নতুন জীবন পেলো।

হাবিব ওয়াহিদ বলেন, “পুরনো গানগুলোকে নতুন করে তৈরির প্রক্রিয়া অনেক দিন ধরেই চলছে। কিন্তু অনেক গানের স্বত্ব আমার কাছে নেই বলে পারছি না। জনপ্রিয়তা ধরার জন্য আমি কিন্তু এই কাজগুলো করছি না। আমার দেখার আগ্রহ, ২০১২ সালে যে গানটি আমরা করেছি, সেটি এই সময়ে এসে গাইতে গেলে বা কম্পোজ করতে গেলে কেমন দাঁড়ায়? অথবা শ্রোতারাই বা সেটিকে কীভাবে মূল্যায়ন করেন”।

ন্যানসি বলেন, “২০১২ সাল থেকে এখনও শ্রোতাদের অনুরোধের তালিকায় এই গানটি শুরুর দিকেই থাকে।  ২০১৯-এ এসে একসঙ্গে আবারও গাইলাম গানটি। আশা করছি এবার আরও ভালো লাগবে সবার। ধন্যবাদ হাবিব ভাই”।

আরও পড়ুন