বিনোদন, ঢালিউড

ফেসবুকে পাওয়া যাচ্ছে না পরীমনি কে

আনোয়ার হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩রা অক্টোবর ২০১৯ ০৯:২২:৫৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গত সপ্তাহ ধরে সোশাল মিডিয়া থেকে উধাও পরীমনি। তার ব্যবহৃত ফেসবুক আইডিটি গত এক সপ্তাহ ধরে পাওয়া যাচ্ছে না।

ঢাকাই সিনেমা ‘স্বপ্নজাল’ খ্যাত নায়িকা পরীমনি। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার আবেদনময়ী ছবি শেয়ার করতে দেখা যায় তাকে। আইডি না পাওয়ার বিষয়ে পরীমণি বলেন, কয়েক দিন আগে আমার আইডিটি ডিজেবল হয়ে গিয়ে ছিলো। কিন্তু তা পরের দিন আবার ঠিক হয়ে যায়।

তিনি আরও বলেন, আইডিটি ফিরে পাবার পর দুই এক দিন যেতে না যাতেই আবারও ডিজেবল হয়ে গিয়েছে। আমার ফেসবুকে বন্ধু ও ভক্ত-অনুসারীদের মধ্যেও এটা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। অনেকেই মনে করছেন আমি হয়তো তাদের আনফ্রেন্ড করেছি কিংবা ব্লক করে দিয়েছি। কিন্তু না বর্তমানে আমার আইডিটি ডিজেবল আছে।

সম্প্রতি পরীমনি, নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ এর কাজ শেষ করেছেন। ছবিতে পরীমনির নায়ক হিসেবে দেখা যাবে সিয়ামকে।

আরও পড়ুন