বাংলাদেশ, আন্তর্জাতিক, জাতীয়, রাজনীতি, আমেরিকা, অন্যান্য

'চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়্যুথ' অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রী

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

শুক্রবার ২৭শে সেপ্টেম্বর ২০১৯ ০৭:৫৯:৪৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইউনিসেফের 'চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়্যুথ' অ্যাওয়ার্ড ভূষিত হলেন শেখ হাসিনা।

তরুণদের দক্ষতা উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়্যুথ' পুরস্কার দিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা-ইউনিসেফ।

স্থানীয় সময় বৃহস্পতিবার, নিউইয়র্কে ইউনিসেফ ভবনে 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক সন্ধ্যা' শীর্ষক অনুষ্ঠানে ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েত্তা ফোরে শেখ হাসিনার হাতে এ পুরস্কার তুলে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনিসেফের দেওয়া সম্মানজনক এই পুরস্কার দেশবাসী এবং সারা বিশ্বের শিশুদের উৎসর্গ করেন।

শেখ হাসিনা বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারে না। তরুণদের উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থানে উপযোগী করে গড়ে তুলতে দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে তার সরকার। এক্ষেত্রে সহযোগিতা দেওয়ার জন্য ইউনিসেফকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন