বাংলাদেশ, অর্থনীতি

করোনায় বিপাকে নারী উদ্যোক্তারা, বন্ধ হয়ে গেছে ২৪ শতাংশ প্রতিষ্ঠান

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

রবিবার ২৩শে আগস্ট ২০২০ ০৭:১০:০৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনার আঘাতে দেশের ২৪ শতাংশ নারী উদ্যোক্তা তাদের ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।

ব্র্যাক ইনিস্টিটিউট অব গভার্নেন্স অ্যান্ড ডেভলপমেন্টের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।

গবেষণায় অংশ নেয়া ২০০ নারী উদ্যোক্তাদের ৯০ শতাংশ করোনার আঘাত কাটিয়ে উঠতে ব্যাংক ও আর্থিক খাত থেকে কোনো ঋণ সহায়তা পাননি বলেও জানিয়েছেন।

১০ শতাংশ নারী উদ্যোক্তা আগে থেকেই ব্যাংকিং লেনদেনে থাকলেও সংকটের সময়ও তাদের বেশি ভাগই ব্যক্তিগত খাত বা পারিবারিক উৎস থেকেই ঋণ করে ব্যবসা টিকিয়ে রাখার চেষ্টা করছেন।  

গবেষণায় দেখা যায়, নারী উদ্যোক্তাদের একটি বড় অংশরই কোনো ব্যবসা নিবন্ধন বা ট্রেড লাইসেন্স নেই। ফলে তাদের সরকার ঘোষিত প্রণোদনা ঋণের সুবিধার আওতায় আসার সুযোগ নেই।  

অনলাইন সেমিনারে বক্তারা বলেন, নারী উদ্যোক্তাদের জন্য সরকারের বিশেষ উদ্যোগ নেয়া জরুরি। তারা দাবি জানান, নারী উদ্যোক্তাদের জন্য আলাদা প্রণোদনা প্যাকেজ ঘোষণার।

আরও পড়ুন