বাংলাদেশ, জাতীয়

বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ২০শে নভেম্বর ২০২০ ১০:৩২:৫১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুক্তি পেল প্রামাণ্যচিত্র ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়।

সন্ধ্যায় বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে প্রামাণ্য শোটির উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন শিল্পী কলাকুশলী, গণমাধ্যম কর্মী সহ আমন্ত্রিত রাজনৈতিক ব্যাক্তিত্বরা।

বেঙ্গল মাল্টিমিডিয়ার সহযোগিতায় সৈয়দ সাবাব আলী আরজুর গবেষণা, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে এই প্রামাণ্যচিত্র। ২ ঘন্টা ২৭ মিনিটের প্রামাণ্যটিতে রয়েছে বঙ্গবন্ধুর উন্মেষ পর্ব, জাতীয় রাজনীতিতে পদার্পণ, বঙ্গবন্ধুর উত্থান পর্ব, স্বাধিকার ও অভ্যুত্থান পর্ব, ঐতিহাসিক নির্বাচন পর্ব, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ পর্ব, এবং স্বদেশ প্রত্যাবর্তন এবং মহানায়কের প্রয়াণের দৃশ্যপট । প্রামাণ্যচিত্রের ভাষ্যপাঠ করেছেন, সৈয়দ হাসান ইমাম, মঞ্চসারথী আতাউর রহমান, আব্দুস সবুর খান চৌধুরী, লায়লা হাসান সহ অন্যান্য শিল্পীরা।

আরও পড়ুন