বাংলাদেশ, জাতীয়

মুক্তিযোদ্ধা সার্জেন্ট গোলাম মোস্তফা আর নেই

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

শুক্রবার ১১ই অক্টোবর ২০১৯ ০৬:৫১:৩৩ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সার্জেন্ট গোলাম মোস্তফা আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০বছর। রাত সাড়ে ন'টায় রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য একাধারে বীর বিক্রম ও বীর প্রতীক উপাধি লাভ করেন। শুক্রবার বেলা ১১ টায় শ্যামলীতে মুক্তিযুদ্ধা টাওয়ার প্রাঙ্গণে রাষ্ট্রীয় সম্মান শেষে কলেজগেইট কেন্দ্রীয় মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ।

পরে বাদ জুম্মা বুদ্ধিজীবী কবরস্থানে দ্বিতীয় নামাজে জানাজা এবং রাষ্ট্রীয় সম্মান শেষে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার গ্রামের বাড়ি ঢাকার দোহারে।

আরও পড়ুন