অর্থনীতি

৯২ ভাগ কর্মজীবী মানুষই প্রণোদনার আওতায় আসেনি: সিপিডি

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৫ই নভেম্বর ২০২০ ০৮:৫২:১০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অর্থনীতি উদ্ধারে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ কর্মসংস্থানকেন্দ্রিক নয় বলে মনে করে গবেষণা সংস্থা সিপিডি। সিপিডি বলছে, ৯২ ভাগ কর্মজীবী মানুষই প্রণোদনার আওতায় আসেনি।

বৃহস্পতিবার সংস্থার অনলাইন সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়।  

ভবিষ্যতে প্যাকেজের পরিমাণ ও আওতা দুটোই বাড়ানোর পরামর্শ দিয়েছে তারা। করোনার আঘাত থেকে অর্থনীতি রক্ষায় বাস্তবায়ন হচ্ছে প্রায় এক লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ। এরমধ্যে বড় শিল্পের জন্য প্রণোদনায় বরাদ্দ ৪০ হাজার কোটি টাকা। সিপিডির হিসাবে, অক্টোবর পর্যন্ত এ খাতে ঋণ বিতরণ হয়েছে ৭০ ভাগ । এতে সুরক্ষিত সাড়ে ৪৬ লাখ কর্মী। আর পুরোটা বাস্তবায়ন হলে আওতায় আসবে ৬২ লাখ।  

সিপিডি বলছে, কৃষিখাতের পুরো প্যাকেজ বাস্তবায়ন হলে সুরক্ষিত হবে সাড়ে নয় লাখ কর্মী। সবখাত মিলিয়ে এখন পর্যন্ত সুরক্ষিত মাত্র আট ভাগ কর্মসংস্থান। আর পুরোটা বাস্তবায়ন হলে আওতায় আসবে ৭৬ লাখ বা ১২ ভাগ।

আরও পড়ুন