খেলাধুলা, ক্রিকেট

নিউজিল্যান্ডের কাছে ৮৪ রানে হেরে সিরিজ খোয়াল পাকিস্তান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ২রা এপ্রিল ২০২৫ ১২:৫৮:৩৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নিউজিল্যান্ডের ৮ উইকেটে ২৯২ রান তাড়া করতে নেমে ১১.৪ ওভারেই পাকিস্তানের স্কোর ৫ উইকেটে ৩২। এখান থেকে পাকিস্তান যে শেষ পর্যন্ত দুই শ পেরোতে পেরেছে সেটাই তো অনেক বড় পাওয়া।

নেপিয়ারে প্রথম ম্যাচ ৭৩ রানে জেতার পর আজ বুধবার (২রা এপ্রিল) হ্যামিল্টনে দ্বিতীয় ম্যাচেও ৮৪ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচ ওয়ানডে সিরিজও নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।


দ্বিতীয় ম্যাচে পাকিস্তান অলআউট হয়েছে ৪১.২ ওভারে ২০৮ রানে। প্রথম পাঁচ ব্যাটসম্যানের কেউ দুই অঙ্কেও পৌঁছাতে পারেননি। এই পাঁচ ব্যাটসম্যানের মোট সংগ্রহ ১৯ রান। ৮০ বলে ৭৩ রান এসেছে সাতে নামা বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফের ব্যাট থেকে। হারিস রউফের কনকাশন সাব হিসেবে এগারোয় নামা নাসিম শাহর ব্যাট থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ বলে ৫১। বাকিরা ব্যর্থ আর সেই দায় টপ অর্ডারের ওপরই বেশি বর্তায়।


আব্দুল্লাহ শফিক (১), বাবর আজম (১) ও ইমাম–উল–হক ফিরেছেন ছয় ওভারের মধ্যে। ইমাম ও বাবর জ্যাকব ডাফির শিকার, শফিকের উইকেটটি উইল ও’রুর্কের। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান (৫) ও সালমান আগাও (৯) বেশিক্ষণ টিকতে না পারায় রান তাড়া ভালোভাবে শুরুর আগেই আসলে ম্যাচ থেকে ছিটকে পড়ে পাকিস্তান। পরের লড়াই ছিল স্কোর যতটা সম্ভব ভদ্রস্ত করার।

 

সেডন পার্কে টস হেরে আগে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের হয়ে ৭৮ বলে ৯৯ রানে অপরাজিত ছিলেন মিচেল হে। শেষ ওভারে পাকিস্তানি পেসার মোহাম্মদ ওয়াসিমের মুখোমুখি হওয়ার আগে ৭২ বলে ৭৭ রানে অপরাজিত ছিলেন হে। শেষ ওভারে একাই ব্যাট করে একটি বল ডট দিয়েও দুই ছক্কা ও দুই চারে সব মিলিয়ে ২২ রান তুলতে পারেন। পাকিস্তানে জন্ম নেওয়া মুহাম্মদ আব্বাস খেলেন ৬৬ বলে ৪১ রানের ইনিংস। ওপেনার নিক কেলি করেন ২৩ বলে ৩১। সবমিলিয়ে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় ২৯২ রান।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন