রোজা রাখার উদ্দেশ্যে শেষ রাতে ঊষা উদয়ের আগে যে খাবার গ্রহণ করা হয়, তা সেহরি হিসেবে পরিচিত।
রোজা রাখার নিয়তে সেহরি খাওয়া সুন্নত। তবে স্বপ্নদোষ বা স্বামী-স্ত্রী সহবাসের পর গোসল করা ফরজ। এ ফরজ গোসল না করে যদি সেহরি খাওয়া হয় তাহলে রোজা হবে কী-না, তা নিয়ে অনেকের মনে দ্বিধা-দ্বন্দ্ব রয়েছে।
আরও পড়ুন: নামাজ শেষে অটোরিকশা না পেয়ে কাঁদছেন পা হারনো রশিদ
রমজান মাসে রোজা পালনের উদ্দেশ্যে সেহরি খাওয়া সুন্নত। ইসলামি চিন্তাবিদরা বলছেন, নিয়ম অনুযায়ী গোসল ফরজ হওয়ার পর খাওয়া-দাওয়া ও অন্যান্য কাজের আগে পবিত্র হয়ে নেয়া উত্তম। তবে যদি কেউ এমন অবস্থায় পড়েন যে, ফরজ গোসল করে সেহরি খাওয়ার জন্য পর্যাপ্ত সময় নেই; তখন অজু করে বা হাত মুখ ধুয়ে আগে সেহরি খেয়ে নেবেন। পরে গোসল করে ফজরের নামাজ আদায় করবেন।
আরও পড়ুন: ইফতার বিক্রি করছেন নায়িকা মাহি
কারণ, সেহরি খাওয়ার জন্য পবিত্রতা ফরজ নয়, বরং সুন্নত। আর নামাজ আদায় করার জন্য পবিত্রতা ফরজ। গোসল ফরজ হলে যত দ্রুত সম্ভব, তা করে নিতে হবে। বিনা ওজরে বেশি সময় অপবিত্র অবস্থায় থাকা সমীচীন নয়।
আর রমজানে রোজা অবস্থায় অধিকক্ষণ অপবিত্র অবস্থায় থাকা মোটেও বাঞ্ছনীয় নয়। এতে রহমতের ফেরেশতাদের কষ্ট হয়। তাই দ্রুত পবিত্রতা অর্জন করা জরুরি।
ডিবিসি/ এমএলএন