খেলাধুলা, ক্রিকেট

অনলাইনে এশিয়া কাপের ম্যাচ দেখবেন যেভাবে

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

বুধবার ৩০শে আগস্ট ২০২৩ ০২:৪৯:৫৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অবশেষে মাঠে গড়াচ্ছে ‘এশিয়ার বিশ্বকাপ’ খ্যাত এশিয়া কাপের। এবারের আসরে অংশ নিচ্ছে ছয়টি দল। প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাছাইপর্ব পেরিয়ে আসা নেপাল। সামনেই ওয়ানডে বিশ্বকাপ থাকায় এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে ওয়ানডে ফরম্যাটে। তাই এবারের আসরকে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবেই দেখছে দলগুলো।

২০২৩ সালের এশিয়া কাপ আয়োজন করা হচ্ছে হাইব্রিড মডেলে। ভারতের আপত্তির মুখে মূল আয়োজক পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়েছে বেশ কিছু ম্যাচ। টুর্নামেন্টের মূল আয়োজক হলেও কেবল ৪ টি ম্যাচ হবে পাকিস্তানের মাটিতে। বাকি ৯ ম্যাচের আয়োজন করবে শ্রীলঙ্কা। 

আরও পড়ুন: আজ পর্দা উঠছে এশিয়া কাপের: হয়েছে যত নাটকীয়তা

বাংলাদেশে এবারের এশিয়া কাপের সম্প্রচার স্বত্ত্ব পেয়েছে দুইটি প্রতিষ্ঠান। বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভি এবং টি-স্পোর্টসের পর্দায় দেখা যাবে এশিয়া কাপের সবগুলো খেলা। এছাড়া ভারতের স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি এর পর্দায় দেখা যাবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই লড়াই। 

আরও পড়ুন: ম্যাচের আগের দিনই একাদশ ঘোষণা পাকিস্তানের

এছাড়া অনলাইনে খেলা দেখার সুযোগ থাকছে আরও দুই অ্যাপে। র‍্যাবিটহোল বিডি এবং টফি অ্যাপে দেখা যাবে এশিয়া কাপের ম্যাচগুলো। এছাড়া সাবস্ক্রিপশনের ভিত্তিতে ভারতের ডিজনি+হটস্টারে দেখতে পাবেন খেলাগুলো। 

হাইব্রিড মডেলের এবারের এশিয়া কাপের সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির সূচিতে। ১৩ ম্যাচের এই টুর্নামেন্টের সবগুলো খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩ টা ৩০ মিনিটে। 

ছয় জাতির এই টুর্নামেন্টে গ্রুপ ‘এ’ তে থাকছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত, পাকিস্তান ও নেপাল। ‘বি’ গ্রুপে অবস্থান বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের। 

ডিবিসি/ এনবিডব্লিউ

আরও পড়ুন