দেশ এবং জাতির শান্তি ও কল্যাণ কামনার মধ্যে দিয়ে এশিয়ার অন্যতম বৃহৎ ঈদগাহ দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এ ঈদ জামাতে কয়েক লাখ মসুল্লি অংশগ্রহণ করেছেন বলে দাবি আয়োজকদের।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এ ঈদ জামাতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম. ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর মেয়রসহ সর্বস্তরের মুসল্লীরা অংশ নেন। নামাজে ইমামতি করেন দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শামসুল হক কাসেমী।
আয়োজকরা জানান, পাশের জেলা ঠাকুরগাঁও এবং বিভিন্ন উপজেলা থেকে মুসল্লিদের আসা যাওয়ার সুবিধার্থে ঠাকুরগাঁও এবংপার্বতীপুর থেকে দুটি বিশেষ ট্রেন চলাচল করেছে। ফলে গত বছরের তুলনায় এবার নামাজে মুসল্লির সংখ্যা ছিল অনেক বেশি। ২৩ একর এলাকাজুড়ে এই ঈদগাহ মাঠে কয়েক লাখ মসুল্লি উপস্থিত ছিলেন।
ডিবিসি/কেএলডি
আরও পড়ুন
সর্বশেষ খবর
আরও দেখুন