আর কয়েক ঘণ্টা পরেই পর্দা উঠছে এশিয়া কাপের ১৬ তম আসরের। এবারের এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান হলেও ভারতের আপত্তির কারণে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে এই আসর। ১৩ ম্যাচের ৪ টি অনুষ্ঠিত হবে পাকিস্তানে আর বাকি ৯ টি ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।
বুধবার (৩০ আগস্ট) বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় পাকিস্তান-নেপালের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। তবে তারও আগে বিকাল ৩ টা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।
আরও পড়ুন: লিটন দাসের পরিবর্তে এশিয়া কাপে ডাক পেলেন এনামুল হক বিজয়
উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন উপ-মহাদেশের অস্কারজয়ী বিখ্যাত সংগীত শিল্পী ও সুরকার এআর রহমান ও পাকিস্তানের খ্যাতিমান শিল্পী আতিফ আসলাম। এছাড়াও ট্রেডিশনাল এশিয়ান মিউজিক ও নৃত্য পরিবেশনা থাকবে। সবশেষে থাকবে আতশবাজির ঝলকানি ও ড্রোন শোর ব্যবস্থা।
আরও পড়ুন: অনলাইনে এশিয়া কাপের ম্যাচ দেখবেন যেভাবে
এশিয়া কাপ ক্রিকেটে এখন পর্যন্ত সবচেয়ে সফলতম দল ভারত ও শ্রীলঙ্কা। অন্যদিকে, গেল পাঁচ বছরে ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত সাফল্য পাবার পরও এশিয়া কাপের মঞ্চে এখনো তেমন সাফল্য নেই বাংলাদেশের।
আরও পড়ুন: আজ পর্দা উঠছে এশিয়া কাপের: হয়েছে যত নাটকীয়তা
১৯৮৪ সালে শুরু হওয়া টুর্নামেন্টের প্রত্যেক আসরেই অংশ নেওয়া একমাত্র দল শ্রীলঙ্কা। এশিয়া কাপে একবার করে অংশ নেয়নি ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ দল। সর্বমোট ১৫টি আসরের মধ্যে কেবলমাত্র ২০১৬ এবং ২০২২ আসরে টি-টোয়েন্টি ফরম্যাটে ছাড়া ১৩বার ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ম্যাচের আগের দিনই একাদশ ঘোষণা পাকিস্তানের
এশিয়া কাপের ১৫ আসরে এখন পর্যন্ত ৭ বার শিরোপা নিজেদের ঘরে তুলেছে ভারত। আর ৬ বার শিরোপা জয়ের স্বাদ নিয়েছে শ্রীলঙ্কা। এশিয়া কাপে তৃতীয় সর্বোচ্চ দু’বার শিরোপা জিতেছে পাকিস্তান।
আরও পড়ুন: আমরা যোগ্য দল হিসেবেই এশিয়া কাপে এসেছি: রোহিত পৌডেল
ডিবিসি/ এনবিচডব্লিউ